বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে পরিচালক গ্রেপ্তারের ঘটনা

  •    
  • ২৮ ডিসেম্বর, ২০২০ ১৪:৫২

অ্যাকটিভিস্ট রেজাউর রহমান লেনিন এএফপিকে বলেন, ‘গ্রেপ্তারের এই ঘটনা নতুন কিছু নয়; বরং শিল্পের স্বাধীনতায় ক্রমাগত আঘাতের অংশ।’

পর্নোগ্রাফি মামলায় ২৪ ডিসেম্বর রাতে গ্রেফতার এবং ২৫ ডিসেম্বর দুপুরে জেলে পাঠানো হয় নবাব এলএলবি সিনেমার পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহিন মৃধাকে। পুলিশকে হেয় করে সংলাপ দেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা হয়।

খবরটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো প্রকাশ করেছে গুরুত্ব দিয়ে।

আল জাজিরা, ফ্রান্স টোয়েন্টিফোর, দ্য ইপোক টাইমসহ আরও কিছু ভাষার সংবাদমাধ্যমে খবরটি প্রকাশ হয়েছে। অধিকাংশ সংবাদমাধ্যমই খবরটি ২৬ ও ২৭ ডিসেম্বর ছেপেছে এএফপির বরাত দিয়ে।

সংবাদ সংস্থা এএফপিকে পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, ‘একজন পুলিশ অফিসারের মুখে যে সংলাপ ব্যবহার করা হয়েছে, তা পুলিশ ডিপার্টমেন্টকে অপমান করার শামিল।’

অন্যদিকে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট রেজাউর রহমান লেনিন এফপিকে বলেন, ‘গ্রেপ্তারের এই ঘটনা নতুন কিছু নয়; বরং শিল্পের স্বাধীনতায় ক্রমাগত আঘাতের অংশ।’

গ্রেপ্তার হওয়া পরিচালক ও অভিনেতার সর্বোচ্চ সাত বছরের জেল হতে পারে।

নবাব এলএলবি সিনেমাটি ১৬ ডিসেম্বর মুক্তি পেয়েছে ওয়েব প্ল্যাটফর্ম আই থিয়েটারে। এতে অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়াসহ অনেকে।

অটিটি প্ল্যাটফর্মের জন্য এখনও কোনো নীতিমালা না থাকায় এর কোনো সেন্সর হয়নি। ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নবাব এলএলবি সিনেমা।

আইন ও সালিশ কেন্দ্রের সাম্প্রতিক প্রতিবেদনে জানা যায়, চলতি বছরের প্রথম নয় মাসে প্রায় এক হাজারটি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর পাঁচ ভাগের এক ভাগ সংঘবদ্ধ। এমনকি ধর্ষণের শিকার ৪৩ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

এ বিভাগের আরো খবর